ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

শ্রীনগরে অস্ত্র প্রদর্শন করে বালু ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি

শ্রীনগর উপজেলা হাসাড়া গ্রামের শাহ আলম শেখের ছেলে মোঃ জাকির মাঝি (৩০),মোঃ আকাশ (২৫)ও বাপ্পি (২৯) 'র বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় বুধবার বেলা ১১টার সময় একই গ্রামের  আলহাজ্জ্ব বাবুল  আক্তার মন্টু তার ক্রয় কৃত জমিতে বালু ভারাট করতে গেলে জাকির বাহিনী বাঁধা প্রদান করে। বাবুল আক্তার মন্টু তাদেরকে বালু ভরাটের কাজে কেন বাঁধা দিচ্ছে জিজ্ঞেস করলে জাকির মাঝি সহ তার লোকজন বাবুল আক্তার মন্টু'র উপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির তার কোমরে  থাকা অবৈধ পিস্তল প্রদর্শন করে বাবুল আক্তার মন্টুকে মেরে ফেলার হুমকি দেয়। বাবুল আক্তার মন্টু ভয়ে আর কোন কথা না বাড়িয়ে চুপসে যান। এতে ও জাকির বাহিনী থেমে থাকেনি তারা বাবুল আক্তার  মন্টু সহ কাজের লোকদের অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং জাকির বাহিনী ছাড়া বালু ভরাটের কাজ অন্য কেউ করলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।স্হানীয় সুত্রে জানা যায় বাপ্পি মিরপুর এলাকার একটি হত্যা মামলার আসামি। 


ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিজামউদ্দিন এন্টারপ্রাইজ'র প্রোপাইটর মোঃ নিজামউদ্দিনের নিকট জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন আমি ১৯ লক্ষ টাকা চুক্তিতে বাবুল আক্তার মন্টুর কাছ থেকে বালু ভরাটের কাজটি বুঝে নেই একই কাজ জাকির ৩০ লক্ষ টাকা চাওয়ায় মন্টু ভাই আমাকে কাজটি দেয়। আমি কম টাকায় কাজটি কেন নিলাম তার জন্য জাকির ও তাদের লোকজন আমার ভরাট কাজে ব্যবহৃত বড় ৮টি ড্রাম ২৭ তারিখে রাত ৮টা হইতে ১২ টা পর্যন্ত ৪ ঘন্টা বে আইনী ভাবে আটকিয়ে রাখে। এ ব্যাপারে জাকির মাঝির মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।  এ রি‌পোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

ads

Our Facebook Page